Monday, October 14, 2024
HomeClassesClass 9CLASS 9|MODEL ACTIVITY TASK| LIFE SCIENCE|NEW PART 4| JULY  -2021(NEW)

CLASS 9|MODEL ACTIVITY TASK| LIFE SCIENCE|NEW PART 4| JULY  -2021(NEW)

মডেল অ্যাক্টিভিটি টাস্ক

 নবম শ্রেণী   

জীবন বিজ্ঞান পার্ট 

 

. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো :

. যে পর্বের প্রাণীদের মধ্যে ক্লোরোপ্লাস্ট কোশ দেখা যায় তা শনাক্ত করো

(ক) নিমাটোডা

(খ) নিডারিয়া

() টিনোফোরা

(ঘ) মোলাস্কা

. নীচের বক্তব্যগুলি পড়ো এবং সঠিক বক্তব্যটি চিহ্নিত করো

(ক) কনড্রিকথিস শ্রেণির অন্তর্গত প্রাণীদের অন্তঃকঙ্কাল অস্থি দিয়ে তৈরি।

(খ) টেরিডোফাইটার প্রধান উদ্ভিদদেহটি লিঙ্গধর।

(গ) মোলাস্কা পর্বের অন্তর্গত প্রাণীদের দেহ খণ্ডিত।

() ব্যক্তবীজীর প্রধান উদ্ভিদদেহটি রেণুধর।

. যে জোড়টি সঠিক নয় সেটি নির্বাচন করো

(ক) প্যারেনকাইমা কলা কৌশান্তর রন্ধ্র উপস্থিত।

(খ) আবরণী কলা – ভিত্তিপর্দা উপস্থিত।

() স্কেলেরেঙ্কাইমা কলাজীবিত কোশ উপস্থিত।

(ঘ) স্নায়ুকলা – স্নায়ুকোশ এবং নিউরোগ্লিয়া উপস্থিত।

 . নীচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো :

 . নানা জৈব অণু মিশ্রিত সমুদ্রের গরম জলকে বিজ্ঞানী সিডনি ফক্স হট ডাইলিউট সুপ নামে অভিহিত করেন।

 উঃ–  মিথ্যা।

 . প্রোটিস্টা জাতীয় জীবদের কোশ প্রোক্যারিওটিক প্রকৃতির।

উঃমিথ্যা।

 . নাইট্রোজেনযুক্ত ক্ষার, পেন্টোজ শর্করা ফসফেট মূলক নিয়ে নিউক্লিওটাইড গঠিত।

 উঃসত্য।

. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও :

. এই পর্বের প্রাণীদের দেহ আংটির মতো ছোটো ছোটো খণ্ডক নিয়ে গঠিতপর্বটির নাম দুটি বৈশিষ্ট্য লেখো।

উঃ- পর্বটির নাম অ্যানিলিডা বা অঙ্গুরীমাল।

 অ্যানিলিডা পর্বের বৈশিষ্ট্য:-

(i) এই পর্বের প্রাণীদের দেহ অসংখ্যা আংটির মত খন্ডক বা সোমাইট বা মেটামিয়ার নিয়ে গঠিত।

(ii) দেহের প্রতিটি খণ্ডকে একজোড়া করে গমন অঙ্গ বা সিটা ও রেচন অঙ্গ বা নেফ্রিডিয়া থাকে।

. এন্ডোপ্লাজমীয় জালিকার তিনটি কাজ উল্লেখ করো।

উত্তর:-

(i) ক্ষরণযোগ্য প্রোটিন, লিপিড ও স্টেরয়েড হরমোন ইত্যাদি সংশ্লেষ অংশগ্রহণ করে।

(ii) মেদকলায় লিপিড সংশ্লেষ হয়ে অমসৃণ এন্ডোপ্লাজমিয় জালিকায় জমা থাকে।

(iii) অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকার পর্দায় রাইবোজোম mRNA -র সাহায্যে প্রোটিন সংশ্লেষণ করে।

  1. নীচের প্রশ্নটির উত্তর দাও :

8. মানবদেহে যকৃতের অবস্থান দুটি ভূমিকা উল্লেখ করো।

উঃ-যকৃতের অবস্থান:-  যকৃত মানবদেহের বক্ষপিঞ্জরে মধ্যচ্ছদার নিচের অংশে অবস্থিত।

যকৃতের ভূমিকা:-

  1. যকৃত অব্যবহৃত অ্যামিনো এসিড থেকে অরনিথিন চক্র এর মাধ্যমে ইউরিয়া উৎপন্ন করে যার রক্ত দ্বারা বাহিত হয়ে পৌঁছায় ও মূত্রের মাধ্যমে রেচিত হয়।
  2. বিভিন্ন স্নেহ জাতীয় পদার্থ যেমন কোলেস্টেরল, লেসিথিন ইত্যাদির অপসারণে সক্রিয় ভূমিকা পালন করে।

iii. যকৃৎ লোহিত রক্ত কণিকায় হিমোগ্লোবিন কে বিশ্লিষ্ট করে পিত্তরঞ্জক বিলিরুবিন ও বিলিভারডিন উৎপন্ন করে যা মল ও মূত্র এর মাধ্যমে দেশের বাইরে বেরিয়ে যায়।

. জাইলেম ফ্লোয়েমের পার্থক্য নিরূপণ করো :নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে

বিষয় জাইলেম ফ্লোয়েম
উপাদান জাইলেম প্রধানত ট্রাকিয়া, ট্রাকিড, জাইলেম প্যারেনকাইমা এবং জাইলেম তন্তু নামে উপাদান দ্বারা গঠিত। ফ্লোয়েম প্রধানত সিভনল, সঙ্গীকোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা এবং ফ্লোয়েম তন্তু নামে কোষীয় উপাদান দ্বারা গঠিত।

 

কাজ জল ও খনিজ লবণের সংবহন এবং উসের যান্ত্রিক দৃঢ়তা প্রদান জাইলেম এর প্রধান কাজ। ফ্লোয়েম এর মাধ্যমে খাদ্য রসের সংবহন ঘটে এবং যান্ত্রিক দৃঢ়তা প্রদান এর ভূমিকা নেই।

 

 

 

 

RELATED POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Recent Posts

error: Content is protected !!