Monday, October 14, 2024
HomeEnglishSimple Past Tense/সাধারণ অতীত

Simple Past Tense/সাধারণ অতীত

Past indefinite tense/ Simple Past tense/ সাধারন অতীত

অতীত কালের কোন কাজ বোঝাতে বা অতীতের কোন অভ্যাস বোঝাতে যার ফল বিদ্যমান নেই তাকে সাধারন অতীত বা Past indefinite tense/ Simple Past tense বলে।

বাংলায় চেনার উপায়ঃ

ক্রিয়াপদের শেষে ল,লে, লাম ,ত,তে,তাম ইত্যাদি যুক্ত থাকে তবে তা Past indefinite tense/ Simple Past tense/ সাধারন অতীত হয়।

Rules :
Subject +
Past form of Verb + Object.

যেমনঃ আমি কাজটি করেছিলাম।

I did the work.

এখানে do এর past form হয়েছে did. এইভাবে Past Indefinite Tense এর সময় verb এর past form হয়েছে।

Example:

আমরা গতবছর কলকাতা গিয়েছিলাম। – We went to Kolkata last year.

পথে রামের সাথে দেখা হল। – I met Ram on the way.

সে স্কুলে গিয়েছিল – He went to school.

বাবা আমাকে ভাল উপদেশ দিয়েছিল। -Father gave me good advice.

■Negative sentences: সাধারন অতীতে না সূচক বাক্যে অর্থাৎ বাক্যে না ,নয়, ইত্যাদি শব্দ থাকলে বাক্যকে  Negative sentences বলে।

Rules:

Subject +did + not + Main Verb + Object.

Example:

সে মাছ পছন্দ করত না- He did not like fish.

দেবু স্কুলে পড়ত না – Debu did not read in school.

আমরা মাঠে খেলতে যেতাম না -We did not go to play in the field.

■Positive Interrogative Sentence: সাধারন  অতীতে হ্যাঁ- বাচক প্রশ্ন গঠনের নির্দিষ্ট নিয়ম আছে।

Rules :
Did+Subject + Main Verb + Object?

Example:– তুমি কি গল্পের বই পরতে? –Did you read story books?

-তোমরা কি মাঠে খেলতে?- Did you play in field?

– তারা কি পুকুরে মাছ ধরত?- Did they catch fish from pond?

Negative Interrogative Sentence: সাধারন অতীতে না- বাচক প্রশ্ন গঠনের নির্দিষ্ট নিয়ম আছে।

Rules :
Did+not +Subject + Main Verb + Object?

Example:সে কি গল্পের বই পরত না? – Did not she read story books?

-তোমরা কি মাঠে খেলতে না?- Did not you play in field?

– তারা কি কলকাতায় থাকতো  না ?- Did not they live in Kolkata?

■Wh-word Positive Interrogative Sentence : Wh word অর্থাৎ Who( কে ) , Where ( কোথায় ) ,When ( কখন ) ,Why ( কেন ) ,What ( কি ) ,How ( কিভাবে ), Which ( কোনটি ), ইত্যাদি দ্বারা প্রশ্ন গঠনের নির্দিষ্ট নিয়ম আছে।

Rules :
Wh-word +Did+Subject + Main Verb + Object?

Example:তুমি কেন গল্পের বই পড়তে? –  Why did you read story books?

-তোমরা কোথায় খেলতে?-   Where did you play ?

– তারা পুকুরে কি ধরত ?- What did they catch from pond?

■Wh-word Negative Interrogative Sentence: সাধারন অতিত  না- বাচক প্রশ্ন গঠনের নির্দিষ্ট নিয়ম আছে।

Rules :
Wh-word +Did+ not +Subject + Main Verb + Object?

Example:সে কেন গল্পের বই পড়তে না? –  Why did not he read story books?

-বিশু কোথায় যেত না?-   Where did not Bishu  go ?

– তারা কখন পড়াশুনা করত না?- When did not they study?

Click here to download

Past indefinite tense

RELATED POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Recent Posts

error: Content is protected !!