Monday, October 14, 2024
HomeEnglishPresent Continuous Tense

Present Continuous Tense

Present Continuous tense ( ঘটমান বর্তমান )

বর্তমানে কোন কাজ হচ্ছে বা চলছে, মানে কাজটি এখনি হচ্ছে এবং নিকট ভব্যিসতে চলবে এরূপ বোঝালে Present Continuous tense হয়। যেমন ঃ আমি এখন ভাত খাচ্ছি।

বাংলায় চেনার উপায়ঃ

বাংলায় ক্রিয়া বা verb – এর শেষে ছি, ছে, ছ,ছেন, চ্ছ, চ্ছি, চ্ছে, ইত্যাদি থাকে।

1.Rules of Positive sentence: Present Continuous tense এর হ্যাঁ- বাচক বাক্য লেখার নিয়মাবলী হল –

Subject + am/is/ are + verb+ing +object

Note- I এর পর am বসে। He,She,It এবং অন্যসব Third Person Singular Number এর পর is বসবে। We,You,They, এবং Plural subject এর শেষে are বসে।

Example:

কুকুরটি ডাকছে -The dog is barking.

আমি পড়তে যাচ্ছি -I am going for tuition.

তোমরা বই পড়ছ -You are reading books.

সে স্কুলে যাচ্ছে – He is going to school.

2.Rules of Negative sentence: Present Continuous tense এর না- বাচক বাক্য লেখার নিয়মাবলী হল –

Subject + am/is/ are + not + verb+ing +object

Example:

বৃষ্টি পরছে না -It is not raining

তিনি আজ আসছেন না – He is not coming today.

আমি বাজার যাচ্ছি না – I am not going to market.

তুমি গান গাইছ না – You are not singing.

3.Positive Interrogative Sentence : Present Continuous tense এর হ্যাঁ- বাচক প্রশ্ন লেখার নিয়মাবলী হল –

am/is/ are + Subject + verb+ing +object

Example:

তুমি কি স্নান করছ ? – Are you bathing ?

তিনি কি ঘুমাচ্ছেন ? – Is he sleeping ?

ছেলেরা কি মাঠে ফুটবল খেলচ্ছে ? – Are the boys playing football in the field ?

আমি কি ভুল করছি ? – Am I doing wrong ?

4.Negative Interrogative Sentence : Present Continuous tense এর না – বাচক প্রশ্ন লেখার নিয়মাবলী হল –

am/is/ are+ not + Subject + verb+ing +object

Example:

রবি কি পড়াশুনা করছে না ? – Is not(Isn’t) Rabi studying ?

তারা কি আজ চিড়িয়াখানায় যাবেন না ? – Are not(Aren’t) they going to zoo today?

আমি কি তোমায় সাহায্য করছি না ? – Am I not helping you ?

তোমরা কি মাছ ধরছ না ? – Are not(aren’t) you catching fish ?

5.Wh-word Positive Interrogative Sentence  : Present Continuous tense এর হ্যাঁ- বাচক Wh-word এর অর্থাৎ What( কি ), Where ( কোথায় ),Why ( কেন),When (কখন),Which ( কোনটি ),How (কিভাবে) দিয়ে প্রশ্ন লেখার নিয়মাবলী হল –

Wh-word +am/is/ are + Subject + verb+ing +object

Example:

তোমরা কোথায় যাচ্ছ ? -Where are you going ?

সুমন কখন আসছে ? – When is Suman coming?

তুমি কোন গল্পের বই পড়ছ ? – Which story book is you reading?

আমি কেন এত কষ্ট পাচ্ছি ? -Why am I suffering so much ?

 

6.Wh-word Negative Interrogative Sentence  : Present Continuous tense এর না- বাচক Wh-word এর অর্থাৎ What( কি ), Where ( কোথায় ),Why ( কেন),When (কখন),Which ( কোনটি ),How (কিভাবে) দিয়ে প্রশ্ন লেখার নিয়মাবলী হল –

Wh-word +am/is/ are +not+ Subject + verb+ing +object

Example:

সে কেন আসছে না ? -Why is not(isn’t) she coming ?

দিপা কোথায় ঘুরতে যাচ্ছে না ? Where is not(isn’t) Dipa Travelling?

তুমি কেন বই পরছ না ? – Why are not(aren’t) you reading books ?

Click here to Download

Present Continuous Tense PDF

RELATED POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Recent Posts

error: Content is protected !!