Home English Past Perfect Continuous Tense/পুরাঘটমান অতীত

Past Perfect Continuous Tense/পুরাঘটমান অতীত

0
1745

Past Perfect Continuous Tense/পুরাঘটমান অতীত

অতীতকালে কোন কাজ কোন বিশেষ সময়ের পূর্বে আরম্ভ হয়ে সেই সময় পর্যন্ত চলছিল বোঝালে Past perfect continuous tense হয়। এখানে যদি দুটি ক্রিয়া উল্লেখ থাকে তাহলে যে কাজটি আগে চলছিল তা Past perfect continuous tense হয়।আর যে কাজটি তুলনামুলকভাবে পরে ঘটেছে সে ক্ষেত্রে Past Indefinite/ Simple Past হয়।

বাংলায় চেনার উপায়:
বাংলায় ক্রিয়ার শেষে ছিল, ছিলে, ছিলাম, ছিলেন, চ্ছিল, চ্ছিলাম, চ্ছিলে, চ্ছিলেন, এদের যে কোন একটি উল্লেখ থাকলে এবং অতীতের একটি সময় উল্লেখ থাকে। এক্ষেত্রে তিনটি বিষয়ের প্রতি খেয়াল রাখতে হবে –
ক) অতীতকালে দুটি কাজই হয়েছিল।
খ) তাদের মধ্যে একটি পূর্বে এবং অপরটি পরে সংগঠিত হয়েছিল।
গ) যেটি পূর্বে সংগঠিত হয়েছিল সেটি দীর্ঘ সময় ধরে চলছিল।

1.Positive Sentence:

Structure:
1st subject + had been + main verb + ing + 1st object + 2nd subject + verb এর past form + 2nd object.

Example:– সে যখন আসল তখন আমি ভাত খাচ্ছিলাম

এখানে আমি তখন আমি ভাত খাচ্ছিলাম কাজটি পূর্বে কিছু সময় ধরে চলছিল তাই এটি হবে Past perfect continuous tense অর্থাৎ I had been eating rice আর সে যখন আসল কাজটি পরে ঘটেছে তাই এ ক্ষেত্রে হবে Past Indefinite/ Simple Past অর্থাৎ when he came

-সে যখন আসল তখন আমি ভাত খাচ্ছিলাম– I had been eating rice when he came.
– ঘণ্টা পড়ার পূর্বে আমরা খেলছিলাম – We had been playing before the bell rang.
– আমি যখন তার সাথে দেখা করতে গেলাম তখন সে বই পড়ছিল – He had been reading book when I went to met with him/her.

2.Negative Sentence: Past Perfect Continuous Tense / পুরাঘটমান অতীত এ না বাচক বাক্য লেখার নিয়ম হল-

Structure:
1st subject + had +not+ been + main verb + ing + 1st object + 2nd subject + verb এর past form + 2nd object.

Example:

– তুমি যখন তোমার বন্ধুর বাড়িতে গিয়েছিলে তখন তোমার মা তোমার জন্য অপেক্ষা করছিল না – Your mother had not been waiting for you when you went to your friend’s home.
সে যখন খেলা দেখছিল তখন আমি কোন কাজ করছিলাম না– I had not been doing anything when he saw the game.

তারা যখন ঘুমাল আমি তখন পড়ছিলাম না-I had not been studying when they slept.

3.Positive Interrogative: Past Perfect Continuous Tense / পুরাঘটমান অতীত এ হ্যাঁ বাচক প্রশ্ন লেখার নিয়ম হল-

Structure:
Had +1st subject + been + main verb + ing + 1st object + 2nd subject + verb এর past form + 2nd object.

Example:

-তোমরা কি লিখছিলে যখন ঘণ্টা পরল?-Had you been writing when the bell rang?

-আমরা যখন এসেছিলাম তখন কি তুমি ঘুমাচ্ছিলে?- Had you been sleeping when we came?

-সে কি তখন গাড়ি চালাচ্ছিল যখন ফোনটা বেজেছিল?- Had he been driving the car when the phone rang?

4.Negative Interrogative: Past Perfect Continuous Tense / পুরাঘটমান অতীত এ না বাচক প্রশ্ন লেখার নিয়ম হল-

Structure:
Had +1st subject +not+ been + main verb + ing + 1st object + 2nd subject + verb এর past form + 2nd object.

Or

Had +not+1st subject + been + main verb + ing + 1st object + 2nd subject + verb এর past form + 2nd object.

 Example:

সে কি তখন খাচ্ছিল না যখন খবরটি এসেছিল ?- Had he not been eating when the news came?

-ট্রেনটি কি তখন চলছিল না যখন সে ঝাপ দিয়েছিল?-Hadn’t the train been running when she jumped?

-তারা কি তখন মাঠে খেলছিল না যখন বৃষ্টি এসেছিল?- Had they not been playing in the field when it rained?

5.Wh-word Positive Interrogative: Wh word এর অর্থাৎ What( কি ), Where ( কোথায় ),Why ( কেন),When (কখন),Which ( কোনটি ),How (কিভাবে) Past Perfect Continuous Tense / পুরাঘটমান অতীত  এ হ্যাঁ বাচক প্রশ্ন লেখার নিয়ম হল

Structure:
Wh-word+Had +1st subject + been + main verb + ing + 1st object + 2nd subject + verb এর past form + 2nd object.

Example:

তুমি তখন কোথায় যাচ্ছিলে যখন বৃষ্টি নেমেছিল?-Where had you been going when it rained?

-বাবু তখন কি করছিল যখন আমরা ফিরে এসেছিলাম? What had Babu been doing when we returned?

-সপ্না কোন গল্পের বইটি পড়ছিল যখন সে অসুস্থ ছিল?- Which storybook had Swapna been reading when she was ill?

6.Wh-word Negative Interrogative: Wh word এর অর্থাৎ What( কি ), Where ( কোথায় ),Why ( কেন),When (কখন),Which ( কোনটি ),How (কিভাবে) Past Perfect Continuous Tense / পুরাঘটমান অতীত  এ না বাচক প্রশ্ন লেখার নিয়ম হল

Structure:
Wh-word+Had+not +1st subject + been + main verb + ing + 1st object + 2nd subject + verb এর past form + 2nd object.

Or

 Wh-word+Had +1st subject +not+ been + main verb + ing + 1st object + 2nd subject + verb এর past form + 2nd object.

 Example:

সে কেন ঘুমাচ্ছিল না যখন রাত হয়েছিল?- Why he had not been sleeping when it was night?

-দিপা কোথায় যাচ্ছিলোনা যখন মহামারি ছরিয়ে পরেছিল?- Where hadn’t been Dipa going when the epidemic broke out?

-তারা কিভাবে খেলছিল না যখন হাফ টাইম হল?- How had they not been playing when it was half time?

Click here to download Pdf

Past Perfect Continuous Tense

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!